চবিতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
- চবি প্রদায়ক
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:১৪ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:৪৯ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফাহিম হোসেন সন্ধ্যায় রিকশা করে সোহরাওয়ার্দী হলের মোড়ে আসেন। সে সময় তাকে শিক্ষার্থীরা আটক করে। ১৫ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় তার সম্পৃক্ততা বিষয়ে জানতে চাইলে সে অস্বীকার করে।
পরে সেদিনের ভিডিও ফুটেজ ঘেটে তার উপস্থিত থাকার ছবি দেখানো হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরকে কল করে। প্রক্টর তাকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে নিয়ে আসার জন্য পরামর্শ দেন। পুলিশ বক্সে পুলিশ জিজ্ঞেসবাদ শেষে হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম জেলার এডিশনাল এসপি (মিডিয়া) আরিফ হোসেন বলেন, চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে শিক্ষার্থীরা ধরে পুলিশের কাছে দেওয়ার খবর শুনেছি। তাকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে হাটহাজারী থানায় আনা হয়েছে। যাচাই বাছাই শেষে আগামীকাল তাকে কোর্টে তোলা হবে।
জানা গেছে, ফাহিম হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী। থাকতেন শাহ জালাল হলে। তার গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ী এলাকার জয়াগ গ্রামে। বাবার নাম মৃত মো. সোলেমান ও মাতা দেলোয়ারা বেগম।
প্রসঙ্গত, ২০২২ সালে রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল টিপুকে সাধারণ সম্পাদক করে চবি শাখা ছাত্রলীগের ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটির ফাহিম হোসেন এক নাম্বার সাংগঠনিক সম্পাদক ছিলেন। সে বগি ভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের সক্রিয় কর্মি ছিলেন। বিশ্ববিদ্যালয়ে শাখা সভাপতি ইকবাল টিপু ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত ছিল।