কুমিল্লায় ৪ হাজার বন্যার্তদের মাঝে খাবার বিতরণ ঢাবি ছাত্রদলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১০:৫৫ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৪, ১২:২৬ AM
কুমিল্লায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নেতারা। আজ সোমবার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে প্রায় ৪ হাজার লোককে খাবার বিতরণ করা হয়েছে।
এসময় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্ষুদ্র পরিসরে ত্রাণ ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রমে কতটুকু বন্যা কবলিত মানুষের উপকার হবে জানিনা, তবে দেশের যেকোনো সংকটে আমরা আমাদের সাধ্যমত জনকল্যাণমুখী কাজ করে যাবো।
নাছির উদ্দিন শাওন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলসহ সব নেতৃবৃন্দদেরকে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের পাশে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। উনার নির্দেশেই ত্রাণ সামগ্রী ও খাবার নিয়ে নিয়ে এখানে এসেছি।