বাকৃবিতে ছাত্রলীগে পদ বঞ্চিতরা পোড়ালেন শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি

  © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের পদ বঞ্চিতদের শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পোড়াতে দেখা যায় এক ভিডিওতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিকে কেন্দ্র করে শুরু হয়েছে সমালোচনা।

ফেসবুকে লাইভ করা ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ফারহাদ ফাহিম নামের এক শিক্ষার্থী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পোড়াচ্ছেন। এটি দেখে সাধারণ শিক্ষার্থীরা তার দিকে নানা অভিযোগের তীর ছুড়ছেন। একজন শিক্ষার্থী হিসেবে সে কেমন করে এটি করতে পারে সে প্রশ্ন করেছেন অনেকে।

হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফারহাদ ফাহিম প্রথম থেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলো। মিছিল, মিটিংয়েও ছিলেন সক্রিয়। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেও পদবঞ্চিত হওয়ায় আক্রোশে এমনটা করেছেন। আবার নিজের কোটা থাকায় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং এই ২৪ এর কোটা আন্দোলনেও শিক্ষার্থীদের যেতে বাধা প্রদান করেছিলেন বলেও অভিযোগ করেন অনেকে। সাধারণ শিক্ষার্থীদের মতো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের জন্য তিনি সোচ্চার হলেও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাথে রাজনীতিতে যোগ দিতে চান বলেও অভিযোগ করেন হলের শিক্ষার্থীরা। ইতোমধ্যে তিনি হলে এসে ব্যক্তিগত আক্রোশ মিটাতে ছাত্রলীগের পদপ্রাপ্ত নেতাদের রুমের তালা ভেঙে সেই রুমে কি কি ছিলো সেগুলে তুলে ধরছেন ফেসবুক লাইভের মাধ্যমে এবং তাদের সার্টিফিকেটও নিজের কাছে নিয়ে রাখছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ফারহাদ ফাহিমের সাথে কথা হলে তিনি জানান, আমার পরিবার বিএনপি মতাদর্শের। বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের আধিপত্য ও চাপের জন্য ছাত্রলীগের কিছু কর্মসূচিতে যোগদান করেছি। তবে আমি ছাত্রলীগের কোনো পর্যায়ে পদের জন্য আবেদন করিনি। বরং বিভিন্ন সময়ে ছাত্রলীগের অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি।

ছবি পোড়ানোর বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা ও শেখ মুজিবের ওপর সারা দেশের মানুষের আক্রোশ, আমার হয়তো একটু বেশি। এজন্য এমনটা করেছি।

ছাত্রদলের রাজনীতিতে যোগ দেয়ার বিষয়টি তিনি উড়িয়ে দিয়ে বলেন, আমি বিএনপি, ছাত্রদলকে সমর্থন করে যাবো, কিন্তু সরাসরি রাজনীতিতে যোগদানের ইচ্ছে নেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence