নিখোঁজ হওয়া কোটা আন্দোলনের তিন সমন্বয়কের খোঁজ মিলেছে

আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ
আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ  © টিডিসি ফটো

পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত মাহমুদের সন্ধান মিলেছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তাঁদের খোঁজ মিলছিল না বলে অভিযোগ করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নিখোঁজদের স্বজনেরা। 

এই তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। বুধবার সন্ধ্যায় আসিফ মাহমুদ তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে বলেন, ‘গত শুক্রবার, ১৯ জুলাই রাত ১১টায় আমাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই চার/পাঁচদিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। আজ ২৪, জুলাই বুধবার সকাল ১১টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে যায়।’ 

তিনি আরও বলেন, ‘এখন আমি পরিবারের সঙ্গে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলন বিষয়ে বিস্তারিত কথা বলবো।’ 

এর আগে গতকাল মঙ্গলবার আসিফের বাবা মো. বিল্লাল হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বলেন, ‘আমি আসিফ মাহমুদের বাবা। আমি ইত্তেফাক পত্রিকার মারফতে জানতে পারছি, আসিফ জিম্মির শিকার। এটা জেনে আমি ঢাকা মেডিকেলের মর্গে তালাশ করছি। সেখানে তাকে পাই নাই। আমি আসিফ মাহমুদের সন্ধান চাই।’ 


সর্বশেষ সংবাদ