হাবিপ্রবির নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছাত্রলীগ সভাপতির

সাদ্দাম হোসেন
সাদ্দাম হোসেন  © ফাইল ছবি

মুঠোফোনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, দীর্ঘ ১৪ বছর পর আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করতে পেরেছি। এই কমিটিতে যোগ্য, দক্ষ ও সাংগঠনিক নেতাকর্মীরা পদ পেয়েছেন। দীর্ঘ সময় ধরে কমিটি না হওয়ার কারণে অনেকেই প্রত্যাশিত পদ পাননি। তবে এবার আমাদের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের কমিটি গঠন করা।

তিনি আরও বলেন, এই কমিটি গঠন করার মাধ্যমে আমি মনে করি সর্বস্তরের কমিটির জয় হয়েছে। আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ঠিক রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার জন্য নতুন কমিটির প্রতি দিকনির্দেশনা রইল।

উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) রাত ১২ টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়। এর আগে ২০১০ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।

 

সর্বশেষ সংবাদ