১৬ মে শুরু হচ্ছে ছাত্র ইউনিয়নের ৪২তম সম্মেলন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১১:২৫ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১১:৩৮ AM
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬, ১৭ এবং ১৮ মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (৬ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় সংসদ এবং জাতীয় পরিষদের সভায় সিদ্ধান্ত পাশ করা হয়।
সম্মেলন উপলক্ষে সংগঠনের সহ-সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমোকে চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্তকে আহ্বায়ক করে ৫০১ সদস্যবিশিষ্ট ৪২তম জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।
একই সঙ্গে সম্মেলনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-পরিষদ গঠন করে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা সারাদেশের সকল নেতাকর্মীকে সম্মেলনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
নেতারা বলেন, জাতীয় সম্মেলন ছাত্র ইউনিয়নের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। আগামী দিনে ছাত্র ইউনিয়নের রাজনৈতিক গতিপথ এবং সাংগঠনিক নীতিমালা সম্মেলনের মধ্য দিয়েই নির্ধারণ করা হবে। একই সঙ্গে সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করবেন।
নেতারা আরও বলেন, বর্তমান স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই আরও বেগবান করার জন্য জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে সারাদেশের নেতাকর্মীদের আরও সুসংগঠিত করা হবে। আমরা ছাত্র ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীকে আগামী দিনের লড়াই-সংগ্রাম এবং আসন্ন জাতীয় সম্মেলনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই।
তারা বলেন, সারাদেশে সকল সদস্যকে সুসংগঠিত করে ছাত্র ইউনিয়নের ঐতিহ্য, গৌরব রক্ষায় সদা তৎপর থাকার আহ্বান জানাই। আমাদের শ্রমে, ঘামে আমরা স্বদেশের মুখে হাসি ফোটাবোই।