বুয়েটে ছাত্র রাজনীতি ফেরাতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করবে ছাত্রলীগ

ছাত্রলীগ
ছাত্রলীগ  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি ফেরাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। রোববার (৩১ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

আগামীকাল মঙ্গলবার (২ এপ্রিল বেলা ১১টায় একযোগে এ মানববন্ধন করার কথা বলা হয়েছে। বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়াসহ বেশ কিছু দাবিতে এ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়া, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু, স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং বুয়েটসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গিবাদী তৎপরতার মূলোৎপাটনের দাবিতে সব বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদ্রাসায় মানববন্ধন করার নির্দেশ দিয়েছে ছাত্রলীগ।

আরো পড়ুন: বুয়েটে ছাত্র রাজনীতির অনুমতি চেয়ে রিট

বুয়েটকে ‘সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী গোষ্ঠীর কালোছায়া’ মুক্ত করে ছাত্র রাজনীতিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান জানিয়ে ছাত্রলীগের অবস্থান ও কর্মসূচি ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।


সর্বশেষ সংবাদ