পাগলা মলম কোথায় লাগাতে হবে ছাত্রলীগ জানে: বিএনপিকে ইনান

শেখ ওয়ালী আসিফ ইনান
শেখ ওয়ালী আসিফ ইনান  © ফাইল ছবি

দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার জন্য পাগল হয়ে উঠেছেন, তাদের বলে দিচ্ছি কোথায় পাগলা মলম দিতে হবে, ছাত্রলীগ জানে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন।

বিএনপির উদ্দেশে শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার জন্য পাগল হয়ে উঠেছেন, তাদের বলে দিচ্ছি, কোথায় পাগলা মলম দিতে হবে, ছাত্রলীগ জানে।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে তারেক রহমান বিদেশে বসে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে প্রতিহত করতে ছাত্রলীগ সচেষ্ট। তার কোনও অপচেষ্টাই ছাত্রলীগ সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারা রক্ষা করতে এই সরকারের বিকল্প নেই। আমরা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় অনতে চাই।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ছাত্রসমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


সর্বশেষ সংবাদ