চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রলীগ সহ-সভাপতিকে অব্যাহতি

মিঠুন বাড়ৈ
মিঠুন বাড়ৈ  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বাড়ৈকে চাঁদাবাজি, সংগঠনের পরিচয় ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সহসভাপতি মিঠুন বাড়ৈকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছেও তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসাইন জানিয়েছেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও সংগঠনের নাম-পরিচয় ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার প্রমাণ এসেছে। তাই আমরা এই ব্যবস্থা নিয়েছি।

অভিযোগের বিষয়ে মিঠুন বাড়ৈ বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আমার সম্পর্ক খারাপ, নেতা–কর্মীরা সবাই জানে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে কী অভিযোগ, সেই সম্পর্কেও আমাকে জানানো হয়নি। যদি কোনো অভিযোগ থেকেই থাকে, তবে গণমাধ্যমকর্মীদের সামনে তা প্রকাশ করা হোক।


সর্বশেষ সংবাদ