২১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

ছাত্রদল
ছাত্রদল  © লোগো

দেশের ২১ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমিটি ঘোষণা করেছে। ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এসব বিশ্ববিদ্যালয়ের কমিটি অনুমোদন করেন।  

বিশ্ববিদ্যালয় গুলো হলো- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, গ্রীন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিজিএমইএ), বিশ্ববিদ্যালয় অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স (ইউআইটিএস) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (কক্সবাজার), বরেন্দ্র বিশ্ববিদ্যালয় (রাজশাহী) ও সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (সিলেট)।

এরআগে নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ছিল। এখন এই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ টি তে।


সর্বশেষ সংবাদ