ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি ছাত্রলীগের

  © সংগৃহীত

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের সামনে অবরোধ করেন তারা।

প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মীকে মহাসড়ক অবরোধ করে রাখতে দেখা গেছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।  

এতে সড়কের দুইপাশে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সড়কে চলাচলরত কয়েক হাজার মানুষ। যাত্রীদের পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতেও দেখা যায়। 

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, বর্তমান বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা মাঠে রয়েছি, থাকব। আজ জঙ্গি, সন্ত্রাসী ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে আমরা এই অবরোধ কর্মসূচি নিয়েছি।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক লেন, আমরা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে কথা বলে সড়কে দ্রুত যানচলাচল স্বাভাবিক করব।


সর্বশেষ সংবাদ