আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মায়ের সঙ্গে আন্দোলনে ৭ বছরের শিশু নিহা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলনে অংশগ্রহণ করেছে সাত বছরের শিশু মারিয়া বিন হারুন নিহা। মায়ের সঙ্গে রাজধানীর মালিবাগ থেকে আন্দোলনে যোগ দিয়েছেন তিনি।
নিহার বাবা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। মা গৃহিণী। নিহা বর্তমানে মালিবাগের একটি স্কুলের স্ট্যান্ডার্ড ওয়ান-এ পড়ালেখা করছেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আনন্দ মিছিলে যোগ দিয়ে দুটি রাবার বুলেট লেগেছিল নিহার শরীরে বলে জানান তার মা।
নিহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এখানে এসেছি। জুলাই আন্দোলনে আমার ভাই-বোনদের তারা হত্যা করেছে। এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার।’
সাত বছরের এই শিশু আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে আসতে চায়, তবে দেশে আসার আগে তার ভাবা উচিত আজরাইল তাকে কখন যেন নিয়ে যায়। গত ১৬ বছর যে কাজগুলো করেছে সেগুলোর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’