ঈশানের সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়ে জিতল হায়দরাবাদ

ঈশান কিষান
ঈশান কিষান   © সংগৃহীত

জয় পেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডে রাজস্থান রয়্যালসকে ভাগ বসাতে হতো। সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে সেই শঙ্কা জাগিয়ে শুরুটা করলেও শেষমেশ রেকর্ড গড়া হয়নি রাজস্থানের। ফলে, রিয়ান পরাগের দলকে ৪৪ রানে পরাজয়ের স্বাদ দিয়ে আইপিএলের ১৮তম আসরে শুভসূচনা শুরু করলো প্যাট কামিন্সের দল।

রোববার (২৩ মার্চ) রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রানের বন্যা বইয়ে দেয় স্বাগতিক দল। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান ও হেনরিখ ক্লাসেনদের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের পুঁজি পায় হায়দরাবাদ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রানে থামে সফরকারীরা।

এদিন দুই ইনিংস মিলিয়ে মোট ৫২৮ রান হয়েছে, যা আইপিএলের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, ২০২৪ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও হায়দরাবাদের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৫৪৯ রান হয়েছিল।

এদিন ১১ বলে ২৪ রান করে অভিষেক শর্মা প্যাভিলিয়নে ফেরার পর ব্যাটিংয়ে নামেন ঈশান কিষান। হায়দরাবাদের স্কোর তখন ৩ দশমিক ১ ওভারে ৪৫/১। এরপর আরেক ওপেনার হেডকে নিয়ে ৩৮ বলে ৮৫ রান যোগ করেন ঈশান। 

৩১ বলে ৬৭ রান করে হেড ফেরার পর ক্লাসেন ১৪ বলে ৩৪, নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ৩০ রান করেন। 

এদিকে ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই ছক্কায় ৯৮ রানে পৌঁছে যাওয়া ঈশান ওভারের শেষ বলে ‘ডাবল’ নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন। শেষমেশ ৪৭ বলে ১০৬ রান করার পথে ১১ চার ও ৬ ছক্কা মেরেছেন টপ-অর্ডার এই ব্যাটার।

২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানেই জোড়া উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এরপর দলীয় ৫০ রানে তৃতীয় উইকেট হারায় তারা। 

চতুর্থ উইকেটে সাঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের ১০১ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল রাজস্থান। তবে ১৬১ রানে স্যামসন ও জুরেল দুইজনেই ফিরলে ফের বিপদে পড়ে রাজস্থান। স্যামসন ৩৭ বলে ৬৬ আর জুরেল ৩৫ বলে ৭০ রান করে ফেরেন। এই বিপদ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পরাগের দল। 

শেষদিকে রাজস্থানের হয়ে লড়াই জিইয়ে রেখেছিলেন শিমরন হেটমায়ার। তবে তার ২৩ বলে ৪২ রানের ইনিংস কোনো কাজে আসেনি।

হায়দরাবাদের হয়ে হার্শা প্যাটেল ও সিমারজিত সিং দুটি করে উইকেট নেন। অন্যদিকে রাজস্থানের হয়ে তুষার দেশপান্ডে ৩ উইকেট শিকার করেন।


সর্বশেষ সংবাদ