ক্রিকেটে ফের সমকামী বিয়ে

৫ বছরের প্রেম শেষে দুই হাত এক শিভার-ব্রান্ট জুটির

শিভার-ব্রান্ট
শিভার-ব্রান্ট  © সংগৃহীত

৫ বছর প্রেমের সম্পর্কের পর গাঁটছড়া বাঁধলেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার ন্যাট শিভার ও ক্যাথেরিন ব্রান্ট। এটি ক্রিকেটে তৃতীয় সমকামী বিয়ে। এর আগে চার হাত এক হয়েছে নিউজিল্যান্ডের সাদারওয়েট-তাহুহু (২০১৭) এবং দক্ষিণ আফ্রিকার কাপ-নিয়েকার্ক জুটির (২০১৮)।

ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ৫ বছর ধরে প্রেম করছিলেন শিভার-ব্রান্ট জুটি। বছর তিনেক আগে বিয়ের পরিকল্পনাও করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়। অবশেষে সব বাধা পেরিয়ে দুই হাত এক করলেন তারা।  

শিভার ও ব্রান্টের প্রেম শুরু হয় ২০১৭ সালে। এর পরের বছর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সালের অক্টোবরে বাগদানও হয়ে যায়। ২০২০ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল বিয়ে। ওই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। সিরিজের মাঝেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু করোনা মহামারি তাদের সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায়। তবে সেই ধাক্কা কাটিয়ে গতকাল ২৯ মে তারা বিয়ের কাজটা সেরেই ফেলেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে।

এদিকে বিয়ের পর ক্রিকেট ছেড়ে পুরোদস্তুর সংসারী হতে চান ৩৬ বছরের ব্রান্ট। দীর্ঘদিন পিঠের চোটে ভুগছেন তিনি। তাই অবসরের ব্যাপারে ভাবছেন তিনি। তবে ২৯ বছর বয়সী শিভার আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান। ব্রান্ট অবসরের সিদ্ধান্ত নেওয়ায় শিভার বরং খুশি। কারণ সংসার সামলানোর জন্য কেউ থাকবে। পাশাপাশি খুব শিগগিরই সন্তান নেওয়ারও পরিকল্পনা আছে তাদের।  

ইংলিশদের জার্সিতে শিভার ২০১৩ সালে অভিষেকের পর ৮৯টি ওয়ানডে ম্যাচে ২৭১১ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরির সঙ্গে এই ফরম্যাটে ৫৯টি উইকেটও নিয়েছেন তিনি। ৯১টি টি-টোয়েন্টি ম্যাচে শিভারের সংগ্রহ ১৭২০ রান। নিয়েছেন ৭২টি উইকেট। অন্য দিকে ব্রান্ট ইংল্যান্ডের হয়ে ২০০৪ সাল থেকে খেলছেন। ১৪০টি ওয়ানডে ম্যাচে তার শিকার ১৬৭টি উইকেট। ৯৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৮টি উইকেট নিয়েছেন এই ডান হাতি বোলার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence