পা থেকে চুইয়ে পড়ছে রক্ত, তবুও খেলে গেলেন মেসি

মেসির গোড়ালির ক্ষত
মেসির গোড়ালির ক্ষত  © ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। যার রয়েছে জাদুকরী ফুটবল খেলার ক্ষমতা। তিনি টানা চারবারসহ মোট ছয়বার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। অভাবনীয় দক্ষতায় যেকোনো সময় যেকোনো ম্যাচের রঙ বদলে দেয়ার ক্ষমতা রাখেন এই ফুটবলার। ক্লাবপর্যায়ে একগুচ্ছ সাফল্য থাকলেও জাতীয় দলের হয়ে বার বারই হতাশাই হাতে এসেছে তার।

তবে এবার ওই ইতিহাস বদলে ফেলে নতুন ইতিহাস গড়তে বদ্ধপরিকর আর্জেন্টাইন অধিনায়ক। মরিয়া মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের লক্ষ্যে নাছোড় মনোভাবের পরিচয় মেলে সেমিফাইনালের একটি ঘটনার দিকে নজর দিলেই।

ম্যাচের ৫৭ মিনিটে আশেপাশে ফ্রাঙ্ক ফাবরার কড়া ট্যাকেলে মাটিতে লুটিয়ে পড়েন লিও। প্রবল যন্ত্রণা এমনকি গোড়ালি থেকে রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও খেলা চালিয়ে যান আর্জেন্টাইন পোস্টার বয় মেসি। অবশেষে পেনাল্টিতে ম্যাচ জিতে নিজের অধরা স্বপ্নের দিকে আরো একধাপ এগিয়ে যান মেসি। ফাইনালে তার আর তার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

তবে ফাইনালের ফলাফল যাই হোক না কেন, মেসির এই হার না মানা, প্রবল যন্ত্রণা সত্ত্বেও খেলা চালিয়ে যাওয়ার ঘটনায় মুগ্ধ নেটিজেনরা। কেউ দলের জন্য মেসির দায়বদ্ধতায় মুগ্ধ তো কেউ আবার সরাসরি মেসির সপ্তম ব্যালন ডি'অরের দাবি তোলেন।

ম্যাচে কলম্বিয়ার ফুটবলাররা মোট ছয়টি হলুদ কার্ড দেখেন এবং সবকটি মেসিকে ফাউল করার জন্য। এমন চ্যালেঞ্জিং পরিবেশেও মেসির পারফরম্যান্স প্রমাণ করে কেন তিনি বাকি সকলের থেকে আলাদা।

সূত্র : হিন্দুস্তান টাইমস


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence