আইপিএল চলাকালে ৫-৬ দিন ঘরে বন্ধ করে রাখা হয়েছিল: মুস্তাফিজ

দেশে ফিরে কোয়ারেন্টিনে রয়েছেন মুস্তাফিজুর রহমান
দেশে ফিরে কোয়ারেন্টিনে রয়েছেন মুস্তাফিজুর রহমান  © হিন্দুস্তান টাইমস

করোনাকালে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন প্রায় সকল ক্রিকেটারই। মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানও বাংলাদেশ ফিরে তাঁদের নির্ধারিত কোয়ারেন্টিনে রয়েছেন। তবে জৈব বলয়ে থাকাটা যে একদমই সুখকর নয়, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুস্তাফিজুর।

জৈব বলয়ে ক্লান্তির কারণে আইপিএল শুরুর আগেই নাম প্রত্যাহার করে নেন মিচেল মার্শ, জোস হ্যাজেলউডের মতো ক্রিকেটার। মওসুমের মাঝে একই কারণে দেশে ফিরে যান তাঁর রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজির সতীর্থ লিয়াম লিভিংস্টোন। জৈব বলয়ে থাকা ঠিক কতটা কষ্টকর, সেই বিষয়ে মুখ খুললেন ফিজ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একটি সংবাদমাধ্য়মকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ জানান, ‘এই পুরো প্রক্রিয়াটাই খুব ক্লান্তিকর এবং দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে। হোটেল থেকে মাঠ আবার মাঠ থেকে হোটেল, একইভাবে আর কত দিন আপনি থাকতে পারবেন? আন্তর্জাতিক ক্রিকেট হোক কী আইপিএল, পরিস্থিতি সব জায়গায় একই রকম।’

তিনি বলেন, ‘ভারতে আমরা জৈব বলয়ে ছিলাম এবং কোন দলের এক সদস্য করোনা পজিটিভ হওয়ায় আমাদের প্রায় পাঁচ-ছয়দিন একই ঘরে কার্যত বন্ধ করে রাখা হয়। এখানে বিশেষ বিমানে এসেও সেই নিভৃতবাসে থাকতে হচ্ছে। আর চাইলেও এই বিষয়ে আমাদের কিছুই করার নেই।’


সর্বশেষ সংবাদ