পিএসএলে দল পেলেন সাকিবসহ তিন বাংলাদেশি ক্রিকেটার

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহিত

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফের শুরু হচ্ছে আগামী ২ জুন থেকে। করোনা শঙ্কার সঙ্গে ইংল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাস্টের কারণে অধিকাংশ ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই ফের প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করেছে পিএসএল কর্তৃপক্ষ। ড্রাফটে থাকা ৭ বাংলাদেশি ক্রিকেটারের মধ্য থেকে দল পেয়েছেন সাকিব আল হাসানসহ তিন বাংলাদেশি ক্রিকেটার। অন্য দুইজন হলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস।

মঙ্গলবার ভার্চুয়াল নিলামে সাকিবকে নিজেদের করে নিয়েছে লাহোর কালান্দার্স, মুলতান সুলতানের জার্সিতে দেখা যাবে মাহমুদুল্লাহকে, এছাড়া লিটন দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

আরো পড়ুন কমছে সাকিবের দলে ফেরার সম্ভাবনা

ভার্চুয়াল সেশনের মাধ্যমে ১৩৪ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল ছাড়ও আর তিনজন ক্রিকেটার দল পাননি। তামিম গতবার ক্রিস লিনের বদলি হয়ে লাহোরের হয়ে প্লে অফ খেলেছিলেন।

প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে নেয় লাহোর। এর আগে পেশাওয়ার ও করাচির হয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি অলরাউন্ডারের। সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশের তাসকিন, সাব্বির ও লিটনকে রাখা হলেও কেবল সুযোগ পেয়েছেন লিটন দাস। প্রথমবারের মতো তিনি খেলবেন করাচি কিংসের হয়ে।

অন্যদিকে গত বার প্লে-অফে মঈন আলী খানের জায়গায় বদলি হিসেবে মুলতানের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়েও খেলার অভিজ্ঞতা আছে তার। এবার মাহমুদউল্লাহ খেলবেন মুলতান সুলতানের হয়ে।

গত ২০ ফেব্রুয়ারি পর্দা ওঠে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। ১৪টি ম্যাচ খেলার পর ১০ ক্রিকেটার ও টিম স্টাফ করোনা আক্রান্ত হন। ফলে টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট নতুন করে ২ জুন থেকে শুরু হয়ে, ফাইনাল হবে ২০ জুন। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানির অধীনে জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে টুর্নামেন্টটি ফের শুরু হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence