রোনাল্ডো এখন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো  © ফাইল ফটো

একের পর এক সফলতার পালক যুক্ত করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার রাতে ইতিহাসের চূড়ায় উঠে গেছেন এ পতুর্গিজ সুপারস্টার। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার একমাত্র মুকুট এখন রোনাল্ডোর মাথায়।

বছরের শুরুতেই ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে (৭৫৭) পেছনে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর পর গত ১০ জানুয়ারি সিরিআয় সাস্সুয়োলোর বিপক্ষে গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জোসেফ বাইকানের রেকর্ডে ভাগ বসান সিআর সেভেন।

এর দুই ম্যাচ পরই সফলতার চূড়ায় উঠেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালিয়ান সুপার কাপে বুধবার রাতে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় দলের প্রথম গোলটি করে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৭৬০টি গোলের মালিক হলেন সিআর সেভেন।

এতে করে চেকোস্লাভাকিয়া কিংবদন্তি জোসেফ বাইকানের ৭৫৯ গোলকে ছাপিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনের একক মালিক রোনাল্ডো। এ অনন্য রেকর্ড গড়তে ১০৪২ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এ পর্তুগিজ তারকা।

২০০২ সালে স্বদেশের ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে পথচলা শুরু করা রোনালদো ক্লাব ফুটবলে করেছেন ৬৫৮ গোল। আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচ খেলে ১০২ গোল করেছেন তিনি।

একনজরে প্রতিযোগিতামূলক ফুটবলে খেলোয়াড়ের সর্বোচ্চ গোল: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৭৬০, জোসেফ বাইকান ৭৫৯, পেলে ৭৫৭, লিওনেল মেসি ৭৪২, রোমারিও ৭৩৪।


সর্বশেষ সংবাদ