বাংলাদেশকে ভারতীয় মিডিয়ার কটুক্তি; প্রশংসায় ক্রিকেট বোদ্ধারা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৫:৪৬ PM
বাংলাদেশ ক্রিকেট দলের জয়কে ‘অঘটন’ বলে কটূক্তি করল ভারতীয় গণমাধ্যম। রোববার বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের পাহাড় গড়ে ২১ রানের জয় পায় বাংলাদেশ। টাইগারদের এমন জয়ে যখন বিশ্ব বাহবাহ দিচ্ছে, ঠিক তখনই এই জয়কে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। যদিও ভারতসহ বিভিন্ন দেশের সাবেক লিজেন্ড ক্রিকেটাররা বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন।
ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি বাংলাদেশের জয়কে ব্রেকিং নিউজ হিসেবে দিয়ে লিখে, ‘বিশ্বকাপের প্রথম অঘটন, বাংলাদেশ চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।’
অথচ ভারতের সাবেক ক্রিকেটারদের মুখে ছিল মাশরাফি বাহিনীর জয়জয়কার। ভারতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেন, ‘বাংলাদেশের দারুণ জয়। অলরাউন্ড ব্যাটিং পারফরম্যান্স এবং বোলাররা দক্ষিণ আফ্রিকাকে রান করতে দেয়নি।’
ভিভিএস লক্ষ্মণ লিখেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ, ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর করার জন্য কি দারুণ দিন! কৌশলগত দিক দিয়ে তারা দুর্দান্ত ছিল পাশাপাশি শেষে দক্ষিণ আফ্রিকার মজুদে পর্যাপ্ত ফায়ার পাওয়ারও ছিল না।’
খেলা শেষ হওয়ার আগে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার লিখেছেন, ‘কী নিখুঁত পারফরম্যান্স বাংলাদেশের। এখন বোলাররা ৩৩০ রান কীভাবে ডিফেন্ড করে সেটি দেখার।’