জীবিত ফুটবলারকে মৃত ভেবে এক মিনিট নীরবতা, পরে দুঃখপ্রকাশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৬:৪৩ PM

প্রায়ই ব্যতিক্রমী সব ঘটনার সাক্ষী হয় ফুটবল অঙ্গন। তবে এবার যা ঘটেছে, তা রীতিমত বিস্ময়কর। এমনই এক ঘটনার জন্ম দিয়েছে বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালি।
রবিবার (১৬ মার্চ) ক্লাবের সাবেক খেলোয়াড় পেতকো গানচেভের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়েছিল। তবে পরে জানা যায়, সেই খেলোয়াড় মারাই যাননি। এ ঘটনায় অবশ্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশও করেছে ক্লাবটি।
এদিন লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচ ছিল কারজালির। ম্যাচের আগে গানচেভের মৃত্যুতে শোক জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে কারজালির খেলোয়াড় ও কর্মকর্তারা। লেভস্কির খেলোয়াড়রাও এতে অংশ নেন।
তবে ম্যাচ চলাকালীনই নাটকীয় ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গানচেভ জানান, ক্লাব কর্তৃপক্ষ ভুল সংবাদ পেয়েছে, তিনি এখনো জীবিত। এতে চমকে ওঠে ফুটবল মহল।
এ ঘটনায় অবশ্য এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে কারজালি কর্তৃপক্ষ। তারা জানায়, ‘আরদার ম্যানেজমেন্ট দলের সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ এবং তার আত্মীয়স্বজনের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল। আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য এবং তিনি যেন আরদার সাফল্য উপভোগ করতে পারেন, সেই কামনা করছি।’
উল্লেখ্য, বিব্রতকর এই ভুলের দিনে লেভস্কির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।