আর্জেন্টিনা দল থেকে ছিটকে পড়া নিয়ে যা বললেন মেসি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:১২ AM , আপডেট: ১৮ মার্চ ২০২৫, ১১:৩০ AM

কিছুটা অপ্রত্যাশিতভাবেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। চলতি মাসেই উরগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ আছে তাদের। তবে শেষ সময়ের ইনজুরিতে ছিটকে গিয়েছেন এলএমটেন। স্কোয়াড ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মেসি।
স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টা আগেও মাঠে ছিলেন মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। পেয়েছেন ১টি গোলও। এমন অবস্থায় মেসির না থাকাটাই বড় বিস্ময়। পরে জানা গেল এমএলএসের ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন মেসি। যে কারণে জায়গা হয়নি ২৫ জনের স্কোয়াডে।
মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েছেন এলএমটেন। তবে গুরুতর কিছু নয়। লোয়ার গ্রেডের ইনজুরি তার। অর্থাৎ চাইলেই ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন মেসি। তবে ক্যারিয়ারের কথা ভাবনায় রেখে ও মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে আর রাখা হয়নি স্কোয়াডে।
আরও পড়ুন: সাকিব আল হাসান মেগাস্টার, আমি ওই পর্যায়ে যাইনি: হামজা চৌধুরী
দল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর একটা বার্তাও ইনস্টাগ্রামে দিয়েছেন মেসি। সেখানে বলেছেন, ‘আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচেই মিস করতে যাচ্ছে মেসির সার্ভিস। বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে ও বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।