প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে বালক গ্রুপে কৈয়ারবিল, বালিকা গ্রুপে জোড়গাছা স্কুল চ্যাম্পিয়ন

বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়  © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর জাতীয় পর্যায়ের খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক গ্রুপে রানার্সআপ হয়েছে ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে রানার্স আপ হয়েছে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বালক গ্রুপে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনালে বালিকা গ্রুপে রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সর্বোচ্চ গোলদাতা (বালক গ্রুপে) হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জুবাইর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (বালিকা গ্রুপে) হয়েছে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লামিয়া খাতুন এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছে (বালিকা গ্রুপে) বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিয়ামনি।

চ্যাম্পিয়ন হওয়া দলকে প্রাইজমানি হিসেবে তিন লাখ, রানার্সআপকে দুই লাখ আর তৃতীয় হওয়া দল পেয়েছে এক লাখ টাকা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বালক-বালিকা গ্রুপে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়।

দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল টুর্নামেন্টে অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে আজ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence