তাওহীদের হৃদয়কাড়া সেঞ্চুরি

তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয়  © সংগৃহীত

শেষ দিকে দৌড়ানো দূরে থাক, হাঁটতেই যেন বেশ কষ্ট হচ্ছিল। বেশ কয়েকবার মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাতেও দেখা গেছে। যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেই ম্যাজিক মুহূর্তে পৌঁছে গেলেন। যে মুহূর্তটার স্বপ্ন থাকে সব ক্রিকেটারেরই। সেঞ্চুরি হাঁকালেন তাওহীদ হৃদয়। প্রতিপক্ষ ভারতের বিপক্ষে এই সেঞ্চুরিটা হৃদয়ের ক্যারিয়ারেরও প্রথম। 

ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার। মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। সেখান থেকে দলকে টেনে তোলেন জাকের আলি-হৃদয় জুটি। 

বিপিএলের শেষ দিকে দিয়েছিলেন রানে ফেরার ইঙ্গিত। সেই ছন্দ তাওহিদ হৃদয় টেনে আনলেন চ্যাম্পিয়নস ট্রফিতেও। চাপের মুখে তাঁর মান বাঁচানো সেঞ্চুরিতেই ভারতের বিপক্ষে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছে ২২৮ রানের সংগ্রহ।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তাতে অবশ্য নাখোশ ছিলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কারণ আগে ফিল্ডিংই নিতে চেয়েছিলেন তিনি। বোলাররাও শুরুতে তাঁকে আর হতাশ করলেন না।

ব্যাটিংয়ে দারুণ শুরুর স্বপ্নটা কেবল স্বপ্নই রয়ে গেল বাংলাদেশের জন্য। মোহাম্মদ শামিকে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন সৌম্য সরকার। রানের খাতাও খোলার সুযোগ পাননি এই ওপেনার। অধিনায়ক শান্তও দুই বল খেলে শূন্য রানে উইকেট বিলিয়ে আসেন হারশিত রানাকে।

ব্যাটিং অর্ডারে পদোন্নতি পাওয়া মেহেদী হাসান মিরাজ কাজে লাগাতে পারেননি সুযোগ। ১০ বলে ৫ রান করে শামির শিকার হন তিনি। তানজিদ অবশ্য ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ভারত স্পিন আক্রমণ আনতেই খেই হারিয়ে ফেলেন তিনি। ২৫ বলে ৪ চারে ২৫ রান করে উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার। পরের বলে মুশফিককে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন অক্ষর প্যাটেল। খুব কাছেই অবশ্য ছিলেন তিনি। স্লিপে থাকা রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন জাকের আলী। কিন্তু তা লুফে নিতে পারেননি ভারতীয় অধিনায়ক। তাই হতাশায় ঘাস চাপড়াতে দেখা যায় তাঁকে।

৩৫ রানে নেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় থাকা বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন জাকের আলী ও তাওহিদ হৃদয়। দুজনেই পান নতুন জীবন। হৃদয়ের সহজ ক্যাচ ফেলে দেন হার্দিক পান্ডিয়া। সেই হৃদয়ই তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এর আগে জাকেরের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েছেন রেকর্ড ১৫৪ রানের জুটি। চ্যাম্পিয়নস ট্রফির তো বাংলাদেশের ইতিহাসে ষষ্ঠ উইকেটে এত বড় জুটি গড়তে পারেননি কেউই। এমনকি ভারতের বিপক্ষেও নয়।

এমন জুটির পরও বাংলাদেশ পারেনি বড় সংগ্রহের পথে যেতে। শামির ২০০ তম শিকার হয়ে সাজঘরের পথ ধরেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করা জাকের। ১১৪ বলে ৪ চারে ৬৮ রান আসে তাঁর ব্যাট থেকে। এরপর হৃদয়ের সেঞ্চুরি ছাড়া আর বলার মতো কিছু নেই বাংলাদেশ ইনিংসের। পায়ের পেশিতে টান পড়ায় শেষ দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করেন হৃদয়। তবু ১১৪ বলে দেখা পান সেঞ্চুরির। কিন্তু ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রানে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন এই ব্যাটার।

ভারতের হয়ে ১০ ওভারে ৫৩ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন শামি। এছাড়া হারশিত রানা তিনটি ও অক্ষরের শিকার দুই উইকেট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence