আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, দেখে নিন কবে কার খেলা

আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ
আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ  © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথা মাফিক মেগা এই ফ্র্যাঞ্চাইজি লিগটির উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আগামী ২২ মার্চ ইডেন গার্ডেনসে কেকেআরের প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। 

জানা গেছে, আইপিএল শেষ হবে ২৫ মে ফাইনাল দিয়ে। ফাইনালও হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে, কলকাতায়। প্লেঅফের বাকি তিনটি ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে যথাক্রমে ২০, ২১ ও ২৩ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে হলেও বাকি দুটি ম্যাচ হায়দরাবাদে।

৬৫ দিনব্যাপি আসরে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ বিকেলে আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ওইদিন রাতে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যতম সফল এই দুলের গ্রুপপর্বে আরও একটি ম্যাচ হবে।

আরও আসছে....


সর্বশেষ সংবাদ