যুক্তরাষ্ট্রের লিগ সৌদি লিগের চেয়ে পিছিয়ে: রোনালদো

এমএলএসের চেয়ে সৌদি লিগকে সেরা বলেছেন রোনালদো
এমএলএসের চেয়ে সৌদি লিগকে সেরা বলেছেন রোনালদো  © সংগৃহীত

একসময় একই লিগ (লা লিগায়) মাতিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানে রোনালদো। দুই মহাতারকার মধ্যে রোনালদো ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। তিনি এখন সৌদি লিগ কাঁপাচ্ছেন। আর মেসি পিএসজিতে দুই বছর কাটিয়ে এখন বদলে দিচ্ছেন আমেরিকার ফুটবল ইতিহাস। দুজনের মধ্যে এখন মাঠের খেলায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না থাকলেও সুযোগ পেলেই বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে সেরা বলে দাবি করে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এই যেমন স্প্যানিশ জনপ্রিয় প্রোগ্রাম লা সেক্সতার সঙ্গে আলাপকালে নিজেকে এযাবৎকালের পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। সেখানেই থামেননি রোনালদো। সঙ্গে যোগ করেছেন, সৌদি প্রো লিগের চেয়ে মেসির খেলা এমএলএসের মান অনেক নিচে।

বিশ্বজুড়ে ফুটবল লিগগুলোর র‍্যাঙ্কিংয়ের ওয়েবসাইট ‘গ্লোবাল ফুটবল র‍্যাঙ্কিং’-এর হিসাব অনুযায়ী, অবশ্য মেসির লিগ এমএলএসের অবস্থান এখন বিশ্বে ৯ নম্বর। বিপরীতে রোনালদো যেখানে খেলেন, সেই সৌদি প্রো লিগ আছে ৩১ নম্বরে।

আরও পড়ুন: প্রথমবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হলেন হেড

কাগজে-কলমে ২২ ধাপ পিছিয়ে থাকলেও রোনালদোর সোজা কথা, ‘এটা স্পষ্ট যে আমেরিকান লিগ (এমএলএস) সৌদি লিগের চেয়ে পিছিয়ে। যারা (এমএলএসকে ভালো) বলে, তারা নিজেও জানে না কী বলছে। যারা খেলে, শুধু তারাই জানে।’

নিজের এমন মন্তব্যের ব্যাখ্যায় রোনালদো বলেছেন, ‘সৌদি প্রো লিগ দিন দিন উন্নতি করছে। এটি এমএলএসের চেয়ে অনেক বেশি প্রতিদ্বদ্বিতামূলক। এখানে অনেক মানসম্মত ফুটবলার খেলেন এবং এখানকার ফুটবলের মান ক্রমাগত এগিয়ে যাচ্ছে।’

সৌদি লিগকে রোনালদো যে এবারই প্রথম এগিয়ে রাখছেন, এমন নয়। এর আগে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ফরাসি লিগ আঁ-র চেয়েও প্রো লিগকে সেরা বলেছিলেন পর্তুগিজ কিংবদন্তি। সে সময় গ্লোব সকার অ্যাওয়ার্ডে উপস্থিত হয়ে রোনালদো বলেছিলেন, ‘লিগ আঁ-র চেয়ে সৌদি প্রো লিগ এগিয়ে। আমি এখানে (প্রো লিগ) খেলছি বলে এমনটা বলছি না। মানুষ এ লিগ নিয়ে কী ভাবে, সে বিষয়ে আমার মাথাব্যথা নেই। খেলোয়াড়দের এখানে খেলতে আসা উচিত। এখানে এলেই তারা দ্রুত বুঝে যাবে। ৩৮, ৩৯, ৪০ ডিগ্রি সেলসিয়াসে খেলার চেষ্টা করেই দেখুন!’

আরও পড়ুন: বিপিএল ফাইনালে বরিশাল, টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য

সৌদি আরবে সময়টা ভালো কাটছে বলেও জানান এই পর্তুগিজ মহাতারকা, ‘সৌদি আরবে ভালো কাটছে, প্রায় দুই বছর হতে চলল এবং আমি এই অভিজ্ঞতাটা উপভোগ করছি, এখানে বাস করতে পছন্দ করছি, আমার পরিবারও। আমার জীবনে সবসময় চ্যালেঞ্জ ছিল, মাদেইরা ছাড়ার সময় আমার বয়স ছিল মাত্র ১২, আমি কঠিন চ্যালেঞ্জকে এড়িয়ে যাইনি, আমি সেগুলো ভালোবেসেছি। সৌদি আরবে যাওয়াটা আর ইউরোপে খেলা একই রকম নয়, কিন্তু এতে আমার চোখের ঘুম চলে যায়নি। আমি জানতাম এখানকার ফুটবল লিগ কেমন, ফুটবলে আপনাকে সব জানতেই হবে। এটা আমার জীবনের একটা বাঁকবদল এবং আমি এটাকে অনেক  পছন্দ করি।’

আরও পড়ুন: বিপিএল অভিষেকে ৫ উইকেট পাওয়া কে এই মোহাম্মদ আলী?

রোনালদো বর্তমানকেই গুরুত্ব দিচ্ছেন এবং এখনই অবসর নেওয়াটা তার জন্য লজ্জার হবে বলেও বিশ্বাস করেন তিনি, ‘আমি চাইলেই খেলা ছেড়ে দিতে পারি এবং আমার কোনোকিছু নিয়েই আক্ষেপ নেই, কিন্তু এটা লজ্জার বিষয় হবে কারণ আমি এখনো ভালো খেলছি, এখনও পার্থক্য গড়ে দিতে পারছি। আমি নিজেকে এমন অবস্থায় ছেড়ে যেতে চাই যেখানে বলতে পারি, আমি এখনো এক বা দুই বছর পার্থক্য গড়তে পারি। এ কারণেই আমি বর্তমানকে অনেক বেশি গুরুত্ব দিই এবং দীর্ঘমেয়াদি চিন্তা করতে পারি না।’


সর্বশেষ সংবাদ