চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান দল ঘোষণা, দেখে নিন স্কোয়াড
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ PM

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে আছেন খুশদিল শাহ, উসমান খান ও ফাহিম আশরাফ। এ তিনজনই বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে খেলছিলেন।
অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজিয়েছে পাকিস্তান। আজ (শুক্রবার) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক যথারীতি মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়া সহ-অধিনায়ক করা হয়েছে সালমান আলী আগাকে। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তৈয়ব তাহির, কামরান গুলাম, আবরার আহমেদদের মতো নতুনদেরও রাখা হয়েছে দলে।
পেস বোলিং বিভাগটা বরাবরের মতোই শক্তিশালী পাকিস্তানের জন্য। শাহিন, নাসিম এবং হারিসের দুর্দান্ত ত্রয়ী আক্রমণের বাইরে আছেন মোহাম্মদ হাসনাইন এবং আব্বাস আফ্রিদির মতো পরিক্ষীত মুখ।
বিপিএলে রংপুরের হয়ে ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করা খুশদিল পাকিস্তান দলে ফিরেছেন প্রায় ১৬ মাস পর। বাঁহাতি এ অলরাউন্ডার পাকিস্তানের হয়ে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, সর্বশেষ ওয়ানডে ২০২২ সালের আগস্টে।
চিটাগং কিংসের হয়ে ১ সেঞ্চুরিসহ ২৮৫ রান করা উসমান এই প্রথম পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলতে যাচ্ছেন। খুশদিল, উসমান দুজনই এরই মধ্যে পাকিস্তানে ফিরে গেছেন।
তবে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে বিশেষ অন্তর্ভূক্তি ফখর জামান। বাঁহাতি এ ব্যাটসম্যান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর পাকিস্তানের হয়ে খেলেননি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানকে ফেরানো নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল।
চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৮ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অভিযান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষের উদ্বোধনী ম্যাচ দিয়ে। ‘এ’ গ্রুপে পাকিস্তান, নিউজিল্যান্ড ছাড়া অন্য দুটি দল বাংলাদেশ ও ভারত।
পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।