ফের প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

আলিস আল ইসলাম
আলিস আল ইসলাম  © সংগৃহীত

‘রহস্য স্পিনার’ হিসেবে খ্যাত আলিস আল ইসলাম। অল্পদিনেই সুনাম কুড়িয়েছেন, পেয়েছেন জাতীয় দলে জায়গাও। তবে এবার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো তার। এর আগেও তার বোলিং স্টাইল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা।

সম্প্রতি চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেছেন। আগামী ২৫ জানুয়ারি মিরপুরে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দেবেন এই রহস্য স্পিনার। তবে চূড়ান্ত পরীক্ষার আগে ম্যাচ খেলতে বাধা নেই চিটাগং কিংসের এই বোলারের।

নেট বোলার থেকে বিপিএলের মঞ্চে এসেই বাজিমাত করেছিলেন আলিস। অভিষেকে করেছিলেন হ্যাটট্রিক। এরপর ইনজুরির সঙ্গে লড়াই আর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে ছিলেন ক্রিকেটের বাইরে। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ থেকে ছাড়পত্র পেয়ে আবার ফিরেছিলেন।

বিপিএলের গত আসরে পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে সেবার আর দলে যোগ দেওয়া হয়নি তার। ফলে পিছিয়ে যায় জাতীয় দলে তার অভিষেকের সম্ভাবনা।

তিন মাসের বেশি সময় চোটের কারণে বাইরে থাকার পর নতুন উদ্যমে তিনি শুরু করেন ফেরার লড়াই। কিংসের হয়ে বিপিএলেও নিয়মিত ম্যাচ খেলছিলেন। ৭ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তবে বোলিং ভালো করলেও তার অ্যাকশন নিয়ে বৈধতার প্রশ্ন থেকেই গেল।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!