আবারও কি একসাথে হবেন মেসি- নেইমার- সুয়ারেজ?

সুয়ারেজ, নেইমার ও মেসি
সুয়ারেজ, নেইমার ও মেসি  © সংগৃহীত

লিওনেল মেসি, নেইমার ডি সিলভা জুনিয়র এবং লুইস সুয়ারেজ— বিখ্যাত এমএসএন জুটি। ক্লাব ফুটবলে এই ত্রয়ী ছিল আতঙ্কের নাম। বার্সেলোনায় যখন এই ত্রয়ী জুটি বেঁধেছিল, তখন প্রতিপক্ষ ছিল আতঙ্কে। এই তিনজনের একসঙ্গে খেলার সম্ভাবনা আবার দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারেন মেসি-নেইমার-সুয়ারেজ বা এমএসএন। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনেই। তবে তিনি কী যুক্তরাষ্ট্রে গিয়ে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন কিনা এই প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘ফুটবল হলো অনিশ্চয়তার আধার। যে কোনো কিছুই হতে পারে।’

নেইমার বলেন, ‘মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা হবে অবিশ্বাস্য। তারা দু’জন আমার ঘনিষ্ঠ বন্ধু। এখনও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আবারও যদি এই ত্রয়ী একসঙ্গে হতে পারে, তাহলে তা হবে অসাধারণ একটি বিষয়।’

সর্বশেষ ২০২১ সালে আবার পিএসজিতে একসঙ্গে হন মেসি এবং নেইমার। তবে তখন ছিলেন না সুয়ারেজ। আবার ২০২৪ সালে এসে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে একসঙ্গে যুক্ত হন মেসি ও সুয়ারেজ। তখন নেইমার থেকে গেলেন বাইরে।

তিনজনের নাম একসাথে শুনলে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনার তিনটি মৌসুম মনে পড়বে ফুটবলপ্রেমীদের। সে সময় বার্সায় বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ গড়েছিলেন মেসি, নেইমার ও সুয়ারেজ। বার্সাকে ২০১৪-১৫ মৌসুমে ‘ট্রেবল’ জেতানোর পাশাপাশি এই ত্রিফলা আক্রমণভাগের কাছ থেকে ৩৬৪ গোল এবং ১৭৩টি গোলে সহায়তা দেখেছে ফুটবলবিশ্ব। ২০১৭ সালে নেইমার দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেওয়ার মাধ্যমে এমএসএন আক্রমণভাগের অবসান ঘটে বার্সায়।


সর্বশেষ সংবাদ