ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট আজ, ৩ দেশে শুরু ৩ ম্যাচ

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট
ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট  © সংগৃহীত

ক্রিকেট যারা ভালোবাসেন, ক্রিকেটের খোঁজখবর রাখেন, তারা ‘বক্সিং ডে টেস্ট’ কথাটা শুনে থাকবেন অবশ্যই। ক্রিকেটের ঐতিহাসিক ‘বক্সিং ডে’ আজ বৃহস্পতিবার। বরাবরের মতো দিনটিতে আজ শুরু হচ্ছে একাধিক ক্রিকেট ম্যাচ। গেল বছর ছিল ২টি ম্যাচ, এবার আয়োজিত হচ্ছে ৩টি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচ।

বিশ্বব্যাপী ২৫ ডিসেম্বর পালন করা হয় খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন। ঠিক পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বর, দিনটিকে বলা হয় ‘বক্সিং ডে’। আর সেদিন ক্রিকেটের ম্যাচগুলো বলা হয় ‘বক্সিং ডে টেস্ট’।

২৫ ডিসেম্বরের মতো ২৬ ডিসেম্বরও সাধারণত বিভিন্ন দেশে থাকে ছুটির দিন। বিশেষ দিন হওয়ায় ম্যাচগুলো পায় বিশেষ গুরুত্ব। ম্যাচগুলোকে ঘিরে লোকের উচ্ছ্বাসও থাকে তুঙ্গে। সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সবেতেই জনপ্রিয় বক্সিং ডে। 

সহজ কথায় বললে ক্রিসমাসের পরের দিনটা বক্সিং ডে হিসেবে পরিচিত। আর এই দিনে শুরু হয় বছরের শেষ টেস্ট। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্ট একটা উৎসব। যেখানে প্রায় সব দেশবাসী টিভির সামনে বসে টেস্ট ম্যাচ উপভোগ করেন। প্রতিবছর অস্ট্রেলিয়ায় এই দিনে কোনো না কোনো টেস্ট ম্যাচ থাকবেই। এটা যেন রীতিতে পরিণত হয়েছে।

আজ বক্সিং ডে টেস্টের সবচেয়ে বড় আকর্ষণ অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া–ভারতের বক্সিং ডে টেস্ট শুরু হয়ে গেছে। ৯০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম যেন কানায় কানায় পূর্ণ। প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে আগের দিনই। গ্যালারিজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উচ্ছ্বাস।

মেলবোর্ন থেকে প্রায় ১০ হাজার ৩৫০ কিলোমিটার দূরে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা দুইটায়। বক্সিং ডে টেস্ট দেখতে সেখানেও নেমেছে দর্শকদের ঢল।

সেঞ্চুরিয়ন থেকে প্রায় ৬৩৬ কিলোমিটার দূরের শহর বুলাওয়েতে একই সময়ে খেলতে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে ও আফগানিস্তান। জিম্বাবুয়ের মাটিতে এটিই হতে যাচ্ছে আফগানদের প্রথম টেস্ট। ম্যাচের শুরুটা বক্সিং ডেতে হওয়ায় যা ভিন্ন মাত্রা যোগ করবে।

বক্সিং কথাটা এসেছে বক্স শব্দ থেকে। অর্থাৎ ছুটির উপহার। ব্রিটেনে ক্রিসমাস উপহার দেওয়া হয় সবাইকে। যাকে ক্রিসমাস বক্স বলা হয়। পুরোনো দিনে বাড়ির কাজের লোকেরা ক্রিসমাসে মালিকের থেকে উপহার পেত। মূলত বক্সে ভরা থাকত সেই উপহার। ক্রিসমাসের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর তারা বাড়ি যেত সেই উপহারগুলো নিয়ে। সেই থেকে দিনটা বক্সিং ডে নামে পরিচিত। আরও একটা কথা প্রচলিত আছে। সেটা হল এই দিনে গরিবদের অর্থ ও উপহার দিয়ে সাহায্য করত ধনীরা। তাই এই দিনটাকে বক্সিং ডে বলা হয়।


সর্বশেষ সংবাদ