প্রেসিডেন্ট হতে চান রোনালদো, ব্রাজিলকে জয়ের ধারায় ফেরানোর চ্যালেঞ্জ

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ও ফুটবল সংগঠন রোনালদো নাজারিও
ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ও ফুটবল সংগঠন রোনালদো নাজারিও  © সংগৃহীত

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ও ফুটবল সংগঠন রোনালদো নাজারিও। তিনি প্রেসিডেন্ট হলে ব্রাজিল দলকে আমূল বদলে ফেলবেন, জয়ের ধারায় ফেরাবেন। পাশাপাশি ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ করবেন বলেও জানিয়েছেন। 

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ। তার মেয়াদ ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে সিবিএফ প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছরের মার্চে। ফুটবল ছাড়ার পর ব্যবসায় মনোযোগ দেওয়া ও রাজনীতির সঙ্গে টুকটাক সম্পৃক্ত থাকা রোনালদো দ্য ফেনোমেনন ওই নির্বাচনে অংশ নিতে চান। সোমবার (১৬ ডিসেম্বর) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এখনই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দিয়েছেন রোনালদো।

বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর একাধিক ক্লাবের মালিকানা কিনেছেন রোনালদো। এরই মধ্যে অবশ্য ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাব ভায়াদোলিদের মালিকানাও ছাড়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। সব বাদ দিয়ে এই মুহূর্তে সিবিএফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আর কিছুই নাকি ভাবছেন না কিংবদন্তি এই ফুটবলার। ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান রোনালদো।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘আমার মধ্যে কাজ করছে অনেক তাড়না। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে যা হচ্ছে, সেটা হলো মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে। কারণ, জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই।’

নিজের লক্ষ্য নিয়ে ‘দ্য ফেনোমেনন’–খ্যাত রোনালদো আরও বলেছেন, ‘সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’

উল্লেখ্য, কিছুদিন আগে রোনালদোর সিবিএফ সভাপতি হওয়ার ইচ্ছার খবর সামনে এসেছিল। তখন সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছিল, রোনালদো সভাপতি হতে চান এবং নির্বাচিত হয়ে পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিতে চান। এবার তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence