সুপার সানডেতে ভারতের হারের হ্যাটট্রিক

ভারত ক্রিকেট দল
ভারত ক্রিকেট দল  © টিডিসি সম্পাদিত

এবারের সুপার সানডে যেন দুঃস্বপ্ন হয়ে থাকবে ভারতের ক্রিকেট সমর্থকদের জন্য। এক দিনেই তিনবার হারের তিক্ত স্বাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট। টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভরাডুবির পর ওয়ানডেতে অজি মেয়েদের বিপক্ষে হার। আর দিনশেষে দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে লজ্জাজনক পরাজয়।  

সকালে শুরু হয়েছিল ভারতের দুঃস্বপ্নময় দিন। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হেরে যায় রোহিত শর্মার দল। ম্যাচের আগে থেকেই ভারতের হার অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। মাত্র ২০ বলেই অজিরা সহজ টার্গেট ১৯ রান পেরিয়ে যায়।  

প্রথম ইনিংসে ভারত স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে ১৮০ রানে অলআউট হয়। জবাবে অস্ট্রেলিয়া তোলে ৩৩৭ রান, প্রথম ইনিংসে লিড নেয় ১৫৭ রানের। দ্বিতীয় ইনিংসে ভারত আরও বড় ধাক্কা খায়, নিতিশ রেড্ডির ৪২ রানে ভর করেও তারা অজিদের সামনে মাত্র ১৯ রানের লক্ষ্য রাখতে পারে।  

দিনের দ্বিতীয় ধাক্কা আসে অস্ট্রেলিয়া থেকেই। মেয়েদের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২২ রানে হারে ভারতীয় নারী ক্রিকেট দল। অজি মেয়েরা ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়ে। জবাবে ভারত ২৪৯ রানে অলআউট হয়।  

দিনের শেষ আঘাতটি আসে দুবাইয়ে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে ৫৯ রানে হেরে যায় ভারত। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে ভারত ফাইনালে আগে বোলিং করে ১৯৮ রানে টাইগার যুবারা অলআউট করে। কিন্তু সহজ লক্ষ্য মনে হলেও, ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় ভারতের যুবারা।  

এভাবে টানা তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর ভারতের ক্রিকেট সমর্থকরা হতাশ। সুপার সানডে পরিণত হয়েছে তাদের জন্য একেবারে হতাশার দিনে। দিনটিকে ভুলে যেতে চাইবে পুরো ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।  

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া বনাম ভারত (টেস্ট):
ভারত: ১৮০ ও ১৬২  
অস্ট্রেলিয়া: ৩৩৭ ও ১৯/০ (১০ উইকেটে জয়)  

অস্ট্রেলিয়া বনাম ভারত (মেয়েদের ওয়ানডে):
অস্ট্রেলিয়া: ৩৭১/৮  
ভারত: ২৪৯ (১২২ রানে জয়)  

বাংলাদেশ বনাম ভারত (অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ):
বাংলাদেশ: ১৯৮  
ভারত: ১৩৯ (৫৯ রানে জয়)


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence