দ্রুততম ১০০ উইকেটের কীর্তি গড়লেন জয়াসুরিয়া
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবাত জায়াসুরিয়া। দুই বছর আগে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে আবির্ভাব। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই ৬টি করে উইকেট পেয়েই টেস্ট অভিষেকে ম্যাচসেরা বোলিংয়ের লঙ্কান রেকর্ড গড়েছিলেন। সেই জয়াসুরিয়া এবার অনন্য এক কীর্তি গড়লেন। দ্রুততম ১০০ উইকেটের বিরল কীর্তি গড়লেন এই লঙ্কান স্পিনার।
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন জয়াসুরিয়া। ক্রিকেটের সবচেয়ে পুরোনো সংস্করণে বাঁহাতি বোলারদের মধ্যে তার চেয়ে কম ম্যাচে একশ উইকেট নিতে পারেননি আর কেউ।
ডারবান টেস্ট শুরুর আগে ১৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ৯৭। এই টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট শিকার করে সেঞ্চুরি আরো কাছে যান তিনি। এবার দ্বিতীয় ইনিংসে মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি।
সাদা পোশাকের ক্রিকেটে বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে একশ উইকেট নেওয়ার রেকর্ড ছিল কলিন ব্লাইথের। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার ১৯ ম্যাচে উইকেটের শতক পূরণ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে এবার ১৭ ম্যাচে সেঞ্চুরি ছুঁয়েছেন জয়াসুরিয়া।
টেস্টে সবমিলিয়ে জয়সুরিয়ার চেয়ে কম ম্যাচে একশ উইকেট নিতে পেরেছেন কেবল জর্জ লোম্যান। ইংল্যান্ডের ডানহাতি এই পেসার ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে মাইলফলক স্পর্শ করে এই রেকর্ড করেন। যাতে তার খেলতে হয়েছিল ১৬ টেস্ট।
সব ধরনের বোলারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম উইকেট-সেঞ্চুরি হল জয়সুরিয়ার। এই লঙ্কানের সমান ১৭ ম্যাচ লেগেছে চার্লস টার্নার, সিডনি বার্নস, ক্ল্যারি গ্রিমেট ও ইয়াসির শাহর।