জাতীয় দলের জার্সিতে কবে দেখা যাবে, জানালেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আলোচিত ও বর্ণিল এক চরিত্র খেলোয়াড় সাকিব আল হাসান। বাইশ গজে দীর্ঘ সময় রাজত্ব করেছেন, গড়েছেন নানা রেকর্ড ও অর্জন। দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা আর বিতর্কেও কম জড়াননি তিনি। সর্বশেষ ভারতের  বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন সাকিব আল হাসান। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলতে দেখা যায়নি তাকে। জাতীয় দলের জার্সিতে কবে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বিদায়ী টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন সাকিব, কিন্তু নিরাপত্তার শঙ্কায় সেই সুযোগ পাননি তিনি। ভক্তদের মনে শঙ্কা বিরাজ করছে, ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ হয়ে গেলো কি না? এবার ভক্তদের মনে আশার সঞ্চার করলেন সাকিব। 

বর্তমানে  টি-টেন লিগ খেলার জন্য় দুবাইয়ে অবস্থান করছেন সাকিব আল হাসান। বুধবার (২০ নভেম্বর) ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিল ‘প্রেস মিট’। সেখানেই এক সাংবাদিক বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশ্ন করেছেন, 'সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারবো?’

সাকিবের ঝটপট উত্তর, ‘এই টুর্নামেন্টের পরেই। এখন এই টুর্নামেন্টে পুরো ফোকাসড করছি।’

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। সরকার পতনের পর হত্যা মামলায় নাম জুড়ে গেছে তার। এরপর থেকেই তার জাতীয় দলে খেলার বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।


সর্বশেষ সংবাদ