ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে শাহিন আফ্রিদি

শাহিন শাহ আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি  © সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিং পাকিস্তানকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। সেই পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ এবার আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই বাঁহাতি পাকিস্তানি পেসার।

৩ ধাপ এগিয়ে বোলারদের সিংহাসন দখল করেছেন শাহিন শাহ। গত ওয়ানডে বিশ্বকাপের আগেও শীর্ষে ছিলেন তিনি। মাঝে হারালেও ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ফিরেছেন এই বিধ্বংসী বোলার। অন্যদিকে ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে আগে থেকেই শীর্ষে অবস্থান ধরে রেখেছেন বাবর আজম। ফলে ওয়ানডেতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগের শীর্ষে এখন এই দুই পাকিস্তানি।

বোলারদের র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে আছেন রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের শাহিনের চেয়ে মাত্র ৯ পয়েন্টে পিছিয়ে আছেন। অন্যদিকে এক সপ্তাহ আগেও শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। কিন্তু তার এখনকার অবস্থান তৃতীয়। এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন ভারতে কুলদীপ যাদব।

বল হাতে ৯ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন মিরাজ। কিন্তু আরেক পেসার শরিফুল ইসলামের ১০ ধাপ পিছিয়ে ৩৪তম অবস্থানে রয়েছেন। তবে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ৪৯ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ৭২তম স্থানে।  

ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক শান্ত। আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটার এগিয়েছেন ১১ ধাপ। তিনি আছেন ক্যারিয়ারের সেরা ২৪ নম্বরে। তবে পিছিয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে চোটে ছিটকে যাওয়া এই ব্যাটার ৭ ধাপ পিছিয়ে ৩০তম স্থানে আছেন। অন্যদিকে শেষ ওয়ানডেতে ৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদ ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৪৪তম স্থানে।

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন মোহাম্মদ নবি। এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মিরাজ। দুইয়ে আগের মতোই আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে এক ধাপ এগিয়ে ৩ নাম্বারে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence