ছোটদের এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ কারা দেখে নিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ এবং আফগানিস্তান যুব দলের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল আয়োজিত হবে ৮ ডিসেম্বর। শুক্রবার (৮ নভেম্বর) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। 

দুই গ্রুপে ভাগ হয়ে যুব এশিয়া কাপে অংশ নিবে ৮টি দল। এর মধ্যে ‘বি’ গ্রুপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। সঙ্গী হিসেবে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপালকে পাচ্ছে টাইগার যুবারা। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং জাপান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা।  

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ নভেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। ১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেপাল। এরপর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়বে টাইগার যুবারা। বাংলাদেশের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এছাড়া ৩০ নভেম্বর ভারত-পাকিস্তান লড়াইও দুবাইয়ে।

দুই গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। ৬ ডিসেম্বর আয়োজিত হবে দুই সেমি। প্রথম সেমিফাইনাল দুবাইয়ে এবং দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে শারজাহতে। দুই সেমিতে বিজয়ী দুই দল চলে যাবে ফাইনালে। ৮ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। 

৫০ ওভারের ফরম্যাটে আয়োজিত হবে যুব এশিয়া কাপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সর্বশেষ আসরের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের যুবাদের হারিয়ে শিরোপা জিতেছিল টাইগার যুবারা। এখনও পর্যন্ত যুব এশিয়া কাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা এই একবারই।


সর্বশেষ সংবাদ