ছাদখোলা বাস থেকে বিজয় শুভেচ্ছা জানাবেন সাফজয়ী খেলোয়াড়রা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৫ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০২:০৭ AM
দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালের মতো এবারও দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন মেয়েদের ছাদখোলা বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে আনা হবে।
বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দেয় সাবিনা আক্তারের দল। গোল দুটি করেন মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। ফাইনালের আগে সানজিদা আবারও ফেসবুকে পোস্ট দিয়ে ছাদখোলা বাসের কথা মনে করিয়ে দেন। এরপর বাফুফের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়, এবারও মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার ট্রফি নিয়ে দেশে ফিরছে চ্যাম্পিয়ন মেয়েরা। দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করবেন। সেখান থেকে ছাদখোলা বাসে করে সাবিনাদের নিয়ে আসা হবে বাফুফে ভবনে। সেখানে মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব খবরটি নিশ্চিত করেছেন।
এর আগে, ২০২২ সালে বিআরটিসির ছাদ খোলা বাসেই সাবিনারা এসেছিলেন বিমানবন্দর থেকে বাফুফে ভবন। এবারও তাই হবে। গতবার এই ব্যয় বহন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার সেটা বাফুফে করছে।
সে সময় সানজিদা আক্তারের স্ট্যাটাসের পর সারা দেশে আলোড়ন পড়েছিল। গতকালও সানজিদা স্ট্যাটাসে সেটা স্মরণ করান।