পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাইদ আজমলকে মেন্টর বানাল ঢাকা ক্যাপিটালস

সাইদ আজমল
সাইদ আজমল  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল। কদিন আগেই খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে যুক্ত করে বড় চমক দেখিয়েছিল চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

শনিবার (২৬ অক্টোবর) নিজেদের ফেসুবক পেজে ঢাকা ক্যাপিটালস মেন্টর হিসেবে পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমলকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।

আজমলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে ঢাকা লিখেন, দেখুন ঢাকা ক্যাপিটালের ক্যাম্পে কে যোগ দিচ্ছে! বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তী, ৪৪৭ আন্তর্জাতিক উইকেট, একজন সাবেক টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন যৌথভাবে সংস্করণের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (২০০৯), এমসিসি একাদশ এর একজন সাবেক খেলোয়াড়, পাকিস্তান জাতীয় দলের প্রশিক্ষক। 

তারা আরও লিখেন, আমরা সাইদ আজমলকে ঢাকা ক্যাপিটালের মেন্টর হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত। আমাদের জন্য একটি বিশেষ সুযোগ এবং আমাদের খেলোয়াড়দের জন্য, বিশেষ করে আমাদের দলের তরুণদের জন্য অনেক কিছু শেখার একটি দারুণ সুযোগ।

আজমল পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপ জিতেছেন। পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৫ টেস্ট, ১১৩ ওয়ানডে ও ৬৪ টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৪৪৭ উইকেট।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকেই পেশা হিসেবে বেঁছে নিয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আজমল। এমনকি পাকিস্তান দলেও বেশ কয়েক মেয়াদে পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

এর আগে দুইবার বিপিএলেও খেলেছেন তিনি। ২০১১-১২ মৌসুমে তিনি বিপিএলে খেলেছিলেন ঢাকা গ্যাডিয়েটর্সের হয়ে। ২০১৫-১৬ মৌসুমে তিনি খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। এবার নতুন ভূমিকায় বিপিএলে ফিরতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা।

ঢাকার সঙ্গে স্নায়ুর লড়াই হচ্ছে মূলত বিপিএলের অন্যতম পুরাতন ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের। তারা এবার এম্বাসেডর হিসেবে দলে নিয়েছে শাহীদ আফ্রিদিকে। এবারের বিপিএলে এই দুই পাকিস্তানি মাস্টারমাইন্ডের দিকেও তাকিয়ে থাকবেন বাংলাদেশের দর্শকরা।

এদিকে দেশি বিদেশি তারকা সব ক্রিকেটার দলে ভিড়িয়েও আলোচনায় আছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। তারা আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে চমক দেখিয়েছে। এর বাইরে দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমানও খেলবেন দলটির হয়ে। বিদেশি হিসেবে খেলবেন জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানির মতো ক্রিকেটার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence