সাকিবের পাশে দাঁড়ালেন কোচ সালাউদ্দিন, জানালেন তার যন্ত্রণার কথা  

কোচ মোহাম্মদ সালাউদ্দিন
কোচ মোহাম্মদ সালাউদ্দিন  © সংগৃহীত

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা অপেক্ষায় ছিলেন তার বিদায়ী ম্যাচ দেখার জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলবেন। দেশের মাটিতে ভক্তদের সামনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। সবকিছুর ঠিকই ছিল, সাকিবকে নিয়ে দল ঘোষণাও হয়েছিল। তবে, হঠাৎ জানা গেল মিরপুরে খেলে বিদায় নেওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না সাকিবের।

দেশসেরা ক্রিকেটারের স্বপ্ন সত্যি না হওয়ার যন্ত্রণা পোড়াচ্ছে অনেককেই। ব্যতিক্রম নন তার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। নিজের ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিয়ে তার তার যন্ত্রণার কথা জানালেন সালাউদ্দিন। 

নিজের কষ্ট লাগা ব্যাখ্যা করে সালাউদ্দিন লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন কষ্ট লাগছে আমার। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিৎ, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি। মানুষ হিসেবে দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে যেন। একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছেন, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবেন না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছেন বলে তারা খুনি? তাদের সাথে মিশেছেন? তারা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছেন জানেন আপনি? তারা কত অসহায় মানুষের চিকিৎসা ব্যবস্থা করেছেন, সেটা কী জানেন?' 

আরও পড়ুন: সাকিবের বিকল্প কি মিরাজ হতে পারবেন?

সাকিবের ছোটবেলার কোচ সালাউদ্দিন আরও লেখেন, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছেন, তা কী দেখছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছেন, তামিম এক হাতে ব্যাটিং করে গেছেন কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে, তাদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না। তাদের কাছ থেকে দেখেছি, তারা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেননি, তারা খুনি না। খুব কষ্ট পাচ্ছি মাঠ থেকে তাদের বিদায় দেখতে পাব না।’ 

‘মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সন্মানীত হবেন।’ শেষে যোগ করেন সালাউদ্দিন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিব দেশে আসতে যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন। কিন্তু দুবাই পৌঁছাতে পারলেও আটকে যান। ফিরে গেছেন সম্ভবত যুক্তরাষ্ট্রেই। সাকিব জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কা থাকায় দেশে ফিরছেন না। সাবেক অধিনায়কের কাছ থেকে বিস্তারিত জানা না গেলেও ক্রিকেট বোর্ড ও সরকারের তরফ থেকেও কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুখ খোলেন। তিনি জানিয়েছেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence