শেষ মুহূর্তে সাকিবের দেশে ফেরা নিয়ে জটিলতা, সিদ্ধান্ত আজ

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের প্রথমটির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটিতে রয়েছেন সাকিব আল হাসান। কিন্তু সাকিবের দেশে ফেরা নিয়ে শেষ মুহূর্তে দেখা দিয়েছে জটিলতা।

সাকিব বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকাগামী ফ্লাইটে ওঠার কথা রয়েছে তার। তবে তাকে সেই ফ্লাইটে উঠতে নিষেধ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, নিরাপত্তাসহ নানা কারণে তার দেশে ফেরার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওই টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন সাকিব। পরবর্তীতে দুই দল দ্বিতীয় টেস্ট খেলবে ২৯ অক্টোবর থেকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

উল্লেখ্য, সবশেষ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান তিনি।


সর্বশেষ সংবাদ