প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট ভারত, হাসানের শিকার ৫ উইকেট
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ PM
চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনে মাত্র ৩৭ রান যোগ করেই অলআউট হয়েছে ভারত। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা।
তবে ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় দিনেই সেই দাপট বজায় রাখবে তারা। তবে তাসকিন-হাসান মাহমুদের বোলিং তোপে দ্বিতীয় দিনের শুরুতেই চেন্নাইয়ে দ্বিতীয় দিনে মাত্র ১১.২ ওভার টিকতে পেরেছে ভারতের ব্যাটসম্যানরা। বাংলাদেশের হয়ে পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট।
৯১.২ ওভার ব্যাট করে ৩৭৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। তাসকিন আহমেদ পেয়েছেন ৩ উইকেট।
প্রথম দিনে ভারতকে বিপদ থেকে উদ্ধার করা দুই ব্যাটসম্যান অশ্বিন-জাদেজার জুটি দ্বিতীয় দিনের শুরুতেই ভাঙেন তাসকিন। লিটনের কাছে ক্যাচ দিয়ে ৮৬ রানে আউট হন জাদেজা। এরপর আকাশ দীপকেও দ্রুতই ফেরাতে পারতেন তাসকিন। তবে তার ক্যাচ মিস করেন সাকিব আল হাসান।
আকাশকে নিয়ে ২৪ রানের একটি ছোট জুটি করেন অশ্বিন। সেই জুটি ভাঙেন তাসকিন। এরপর অশ্বিনও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১৩ রানে তাকে তুলে নেন তাসকিন। এরপর ভারতের শেষ উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ। তার পাশাপাশি টানা দ্বিতীয় বার ৫ উইকেট পেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টের শেষ ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন তিনি।
দ্বিতীয় দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন হলেও, পুরো ইনিংসে টাইগারদের বেস্ট বোলার ছিলেন হাসান মাহমুদই। এই দুইজন বাদে ভারতের বাকি দুই উইকেট পেয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।