বন্যার্তদের পাশে দাঁড়াতে মাশরাফীর আহবান

মাশরাফী বিন মোর্ত্তজা
মাশরাফী বিন মোর্ত্তজা  © ফাইল ছবি

হঠাৎ করেই ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। যা গত ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রবল বর্ষণ ও প্রলংঙ্কারী এ বন্যার কোনও আগাম পূর্বাভাস ছিল না। গত ১৮ আগস্ট শুধু নদ-নদীর পানি বৃদ্ধির কথা বলেছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এমন পরিস্থিতিতে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা।

শুক্রবার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেেএসব কথা বলেন তিনি। 

মাশরাফী লেখেন, ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ'র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’

জানা গেছে, ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এমন অবস্থায় বেশ উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আপাতত দেশের বাইরে মুশফিক-মিরাজরা। এমন দুঃসময়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ