সরকার পতনের পর যে প্রতিক্রিয়া জানালেন ক্রিকেটাররা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:৫৬ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১০:০৭ AM
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দেশত্যাগের আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আনন্দ-উৎসব শুরু হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ক্রিকেটাররা।
নিজের ভেরিফায়েড ফেসবুকে জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ স্বাধীন।’ লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন। জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন শুভ বিজয়।’
বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’ পেসার রুবেল হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর অন্তত তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়। আপাতত বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আছেন তিনি। শোনা যাচ্ছে, তার পরবর্তী গন্তব্য হতে পারে যুক্তরাজ্য। সেখানেই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি।