বিশ্বকাপের প্রথম ম্যাচে হারতে হারতে জয় বাংলাদেশের

হারতে হারতে বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের
হারতে হারতে বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের  © সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। দেশসেরা পেসার মোস্তাফিজ ও উদীয়মান লেগস্পিনার রিশাদের ৩টি করে উইকেটে লঙ্কানদেরকে অল্প রানেই থামিয়ে দিয়েছে টাইগাররা। কিন্তু ১২৫ রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারতে হারতে জয় বাংলাদেশের। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার ধারাবাহিকতায় লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন টাইগাররা। তবে অভিজ্ঞ মাহমুদউল্লাহর ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় ভোর সাড়ে ৬টায়। টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নেমেই দুর্দান্ত বোলিং করেছেন টাইগার বোলারররা। রিশাদ-তাসকিন-মোস্তাফিজদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। 

১২৫ রান তাড়ায় নেমে মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে পাল্টা চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ কমানোর কথা ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। উল্টো ১৪ বলে ৭ রানের ধীরগতির ইনিংস খেলে ফিরেছেন ক্যাচ দিয়ে। তাকেও ফেরালেন থুসারা, বেশ বাইরের ফুল লেংথের বল শর্টে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়েছেন। এরপর ৮ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। শেষ দিকে রিশাদ হোসেনের একটি উইকেট হারিয়ে রীতিমতো বিপদে পড়ে গেছে টাইগাররা।

তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদউল্লাহর ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিপর্যয়ে পড়া বাংলাদেশকে উদ্ধার করার চ্যালেঞ্জ ছিল দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদের সামনে। যা তিনি করে দেখিয়েছেন। 

এদিকে আগে ব্যাট করতে নেমে বল হাতে শুরু থেকেই লঙ্কানদের চাপের মুখে ঠেলে দেন বোলাররা। তাসকিন আহমেদ তৃতীয় ওভারেই এক উইকেট তুলে নেয়ার পর জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। এরপর মাঝের ওভারে লঙ্কান ব্যাটারদের ত্রাসে পরিণত হন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৫ তম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নেয়ার পর ১৭তম ওভারেও এক উইকেট নেন তিনি। 

এরপর বাকি কাজটুকু করেছেন তাসকিন-মোস্তাফিজ মিলেই। টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নেমেই দুর্দান্ত বোলিং করেছেন টাইগার বোলারররা। রিশাদ-তাসকিন-মোস্তাফিজদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। 

আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৫০ রান সংগ্রহ করে। এতে মনে হচ্ছিল বড় সংগ্রহই পেতে যাচ্ছে তারা। কিন্তু টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি।

 

সর্বশেষ সংবাদ