বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক আহমেদ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ PM
বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুশতাক পাকিস্তানের সাবেক লেগস্পিনার এবং বিশ্বকাপজয়ী ক্রিকেটার। চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন তিনি।
তার সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে মাঠে গড়াবে এই বিশ্বকাপ।
এই বিষয়ে মুশতাক বলেছেন, ‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের।’
৫৩ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) এবং পাকিস্তান (২০২০-২২) এর স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করেছেন।