বৃষ্টির হানায় পরিত্যক্ত বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ PM
মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরিত্যক্ত হয়ে গেল টানা বৃষ্টিতে। তাতে নিশ্চিত হলো, তিন ম্যাচের সিরিজটিতে অন্তত আর হারছে না বাংলাদেশ। অটুট আছে সিরিজ জয়ের সম্ভাবনাও।
টিম সাইফার্টের ঝড় থামিয়ে তখন ম্যাচে দারুণ নিয়ন্ত্রণ বাংলাদেশের। দারুণ বোলিংয়ে টানা ৫ ওভারে আসেনি বাউন্ডারি। কিন্তু রোমাঞ্চ জমে উঠতে না উঠতেই বেরসিক বৃষ্টির হানা। খেলা যে বন্ধ হলো, এরপর আর শুরু হতেই পারল না। বে ওভালে শুক্রবার নিউ জিল্যান্ড ১১ ওভারে ২ উইকেট ৭২ রান তোলার পর আর খেলা হতে পারেননি।
সাইফার্টের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৪ তোলে নিউ জিল্যান্ড। বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়ায়। পরের ৫ ওভারে সাইফার্টের বিদায়ের পাশাপাশি রান আসে কেবল ১৮। কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত পেল না পরিণতি।
প্রথম ম্যাচের মতো টস জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেদিন ১ রানে ৩ উইকেটের পতন হলেও এবার শেখ মেহেদি হাসানের প্রথম ওভার থেকে আসে ৯ রান। তবে সাফল্যের জন্য অপেক্ষা খুব একটা করতে হয়নি বাংলাদেশকে। দ্বিতীয় ওভারে শরিফুল ইসলামকে উড়িয়ে মারার চেষ্টায় কাভারে ধরা পড়েন ফিন অ্যালেন (৫ বলে ২)।
প্রথম ম্যাচে শূন্য রানে ফেরা সাইফার্ট এবার জ্বলে ওঠেন। আগের ম্যাচে খরুচে তানজিম হাসানকে টানা দুটি চারে বোলিংয়ে স্বাগত জানান তিনি। এরপর শরিফুলের এক ওভারেও মারেন ছক্কা ও চার। টানা দুটি চার মারেন মুস্তাফিজকেও। তার ঝড় থামে অষ্টম ওভারে। তানজিমের স্লোয়ারেই গায়ের জোর দিয়ে উড়িয়ে মারেন তিনি। অনেক উঁচুতে ওঠা বলে দারুণ ক্যাচ নেন শান্ত। ২৩ বলে ৪২ রানে ফেরেন সাইফার্ট।
তিনে নামা ড্যারিল মিচেল শুরুর দিকে একটু বাউন্ডারি মারতে পারলেও এরপর একটুও স্বস্তিতে খেলত পারছিলেন না। স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না গ্লেন ফিলিপসও। লেগ স্পিনার রিশাদ হোসেন আঁটসাঁট বোলিংয়ে চেপে ধরেন তাদের।
টিপ টিপ বৃষ্টি পড়ছিল বেশ কিছুক্ষণ ধরেই। বেগ বাড়ার পর ১১ ওভারের পর খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। ২৪ বলে ১৮ রান নিয়ে তখন অপরাজিত ছিলেন মিচেল, ১৪ বলে ৯ রানে ফিলিপস। ৫ ওভার খেলা হওয়ার জন্য স্থানীয় সময় রাত ১০টা ২৮ মিনিটের মধ্যে খেলা শুরু করতেই হতো। কিন্তু অবস্থা বুঝে আধঘণ্টা আগেই ম্যাচের ইতি টেনে দেন আম্পায়াররা।
সিরিজ নির্ধারণী ম্যাচটি এই মাঠেই, রোববার। সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।