প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম ইকবালের সাক্ষাৎ

তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন
তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন  © সংগৃহীত

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন।

পরে সাক্ষাতের ছবি নিজের ফেসবুকে শেয়ার করে তামিম লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সব সময় আনন্দের।

সাক্ষাতের বিষয়ে পরে গণমাধ্যমকে তামিম বলেন, বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অনেক ব্যস্ততার মধ্যেও আমার কথা তিনি মনে রেখেছেন। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আরও নানা বিষয় নিয়ে কথা হয়েছে। খুব সিরিয়াস কোনো বিষয় নয়। ক্রিকেট নিয়েও কথা হয়েছে, তবে খুবই সামান্য।

এর আগেও চলতি বছর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তামিম। ৭ জুলাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর তামিমকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী।  

তখন সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টা তিনেক আলাপের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম।


সর্বশেষ সংবাদ