তামিমের ভবিষ্যৎ নিয়ে যা বলল বিসিবি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ছিল। এরপর ধারণা করা হয়েছিল ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজ থেকে দেশসেরা এই ওপেনারকে পাওয়া যাবে! তবে আসন্ন সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।
আজ (শনিবার) এ নিয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হয়। এ সময় তামিমের বিষয়ে তিনি বলেন, সে বলেছে ২২ নভেম্বর দেশে এসে আমাদের কমিটির সঙ্গে বসবে। তারপর তার সঙ্গে কথা বলে পরবর্তী অবস্থা বুঝতে পারব।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলের পাশে ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার
তামিম কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়েও সিরিজ মিস দিতে পারেন কি না এমন প্রশ্নের তিনি বলেন, এজন্য আগে তার সঙ্গে আমাদের বসতে হবে। তার কথা জানতে হবে। সে আমাদের বলেছে এখন ব্যাটে-বলে নেই। আগে সে ফিরে আসুক (দেশে), এরপর তার সঙ্গে আলাপ করলে বোঝা যাবে।
যে কারণে বিশ্বকাপে খেলা হয়নি তামিমের, এখনও সেই চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন তিনি। যদিও ওই অবস্থা নিয়েই সাবেক টাইগার অধিনায়ক ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলেছিলেন। এরপর নতুন করে চোট না থাকলেও, তার বিশ্বকাপে খেলা হয়নি।