ম্যাচ শেষে সাকিবদের সঙ্গে হাত মেলাননি ম্যাথুসরা

ম্যাচে শ্রীলঙ্কার খেলোয়াড়দের উত্তেজিত অবস্থায় দেখা যায়
ম্যাচে শ্রীলঙ্কার খেলোয়াড়দের উত্তেজিত অবস্থায় দেখা যায়   © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৩ উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই অ্যাঞ্জেলো ম্যাথুসের বিতর্কিত ‘টাইমড আউট’ নিয়ে প্রশ্নের সন্মুখীন হতে হলো বাংলাদেশ অধিনায়ককে। সেসব প্রশ্নের উত্তর দেওয়া এক পর্যায়ে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, ম্যাচ শেষে শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের সৌহার্দ্য বিনিময় হয়েছে কি না?

ম্যাচ শেষে দুই দলের হাত মেলানো সৌজন্যতার অংশ। কিন্তু ম্যাচ শেষে যা ঘটেছে সেটা শুনুন বাংলাদেশ অধিনায়কের মুখেই, ‘খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত মেলানো) মেলাইনি তা নয়, ওরা চলে গেছে।’

শ্রীলঙ্কার ইনিংসে ম্যাচের ২৫তম ওভারে ‘টাইমড আউট’ হন ম্যাথুস। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ঢোকেন অ্যাঞ্জেলো ম্যাথুস। উইকেটে গিয়ে দেখলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপে কোনো একটা সমস্যা। সম্ভবত ওটা ছেঁড়া ছিল। ড্রেসিংরুমে ইশারা করলেন নতুন হেলমেটের জন্য। 

আরও পড়ুন: ইতিহাসের প্রথম টাইমড আউট, সাকিবের পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক 

অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়ে যায়। এ সময় অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে ‘টাইমড আউট’–এর আপিল করে বাংলাদেশ। টেলিভিশনে দেখা গেছে, আউট নিয়ে মাঠেই ম্যাথুস আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন। একপর্যায়ে বিষয়টা নিয়ে সাকিবের কাছে গেছেন তিনি।

ম্যাথুসের সঙ্গে তাঁর কি কথা হয়েছে—এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন,২০০৬ সাল থেকে একে অপরের বিপক্ষে খেলে আসছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। আমি তাকে ভালোভাবে চিনি, সেও আমাকে ভালোভাবে চেনে। সে আমাকে এসে জিজ্ঞেস করেছে আমি আবেদন তুলে নেব কি না। আমি বলেছি , আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি সেটা করব না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence