বাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৮:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ভারতে পর্দা উঠেছে আইসিসি ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে টাইগারদের শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আর্জেন্টিনা ফুডবল ফেডারেশন (এএফএ)।
শুক্রবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় বাংলাদেশকে শুভ কামনা জানিয়েছে এএফএ।
ফেসবুক পেজে এএফএ লিখেছে, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, তারা ২০২৩ আইসিসি বিশ্বকাপের যাত্রা শুরু করছে। চ্যাম্পিয়ন হওয়ার চেতনা আপনাদের জয়ের পথে পরিচালিত করুক।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মেসিদের জন্য বাংলাদেশিদের উন্মাদনা বিশ্ব গণমাধ্যমে ভাইরাল হয়েছিল। যা বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কেও বেশ প্রভাব রাখে। সর্বশেষ গত মার্চে লাল-সবুজের দলপতি সাকিবের জন্য দেশটির একটি জার্সি পাঠিয়েছিল তারা। আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে তা তুলে দেন।