ভক্তদের জন্য আসছে বিশেষ বার্তা, সবার চোখ তামিমের ফেসবুকে
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তামিমকে ছাড়াই গতরাতে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের বিশ্বকাপ দলে না নেয়া নিয়ে চারদিকে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এদিকে, নতুন টিম ম্যানেজার নিয়েই বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তবে এর মধ্যেই সবার চোখ তামিমের ফেসবুকে। ভারতের উদ্দেশে বাংলাদেশ দল বিমানে ওঠার পর ভক্তদের জন্য আসছে তামিমের বিশেষ বার্তা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নানা গুঞ্জনের মধ্যেই ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম।
আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’ ‘গত কয়েকদিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সবকিছু জানার অধিকার রাখে।’
তামিমের এমন পোস্টের তার ভক্তরা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন। সমর্থদের বেশিরভাগই সত্যটা জানতে চাইছেন। এক সমর্থক লিখেছেন, 'অপেক্ষায় আছি।' এখন দেখার বিষয় কী ফাঁস করেন তামিম।
এর আগে টাইগার স্কোয়াডে তামিম না থাকায় মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জানান, তামিমকে বাদ দেয়া হয়নি, নিজেই সরে গেছেন বিশ্বকাপ দল থেকে। গত জুলাইয়ে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর থেকে ফিরে আসেন। পিঠের চোটে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি তারকা।
ভারতে অনুষ্ঠেয় বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকছেন না তামিম ইকবাল। শুরু থেকে বিশ্বকাপ দলের পরিকল্পনায় ছিলেন তামিম। এজন্য লন্ডন থেকে চিকিৎসা নিয়ে এসে প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু বিশ্ব আসরের জন্য দেশ ছাড়ার একদিন আগেই হঠাৎ বাদ পড়লেন সদ্য সাবেক অধিনায়ক। কোমরের ইনজুরি থেকে পুরোপুরি ফিট হননি তিনি। সেজন্য তাকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন। অস্বস্তির কারণে তৃতীয় ও শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সবশেষে তাকে ছাড়াই ভারতে যাচ্ছে বাংলাদেশ।
চোট নিয়ে বিশ্বকাপের দলে রয়েছেন অন্যান্য দেশের একাধিক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড থেকে ধরে ইংল্যান্ডের জোফরা আর্চার ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারদের চোট থাকা সত্ত্বেও তাদের নিয়ে বিশ্বকাপ দল সাজিয়েছে তাদের ক্রিকেট বোর্ড। হেড-আর্চার-উইলিয়ামসন কেউই পুরোপুরি ফিট নন, ঠিক তেমনি তামিম ইকবালও শতভাগ ফিট নয়, তবে তিনি আংশিক বিশ্বকাপ খেলতে পারতেন তা সবারই জানা।